দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ নভেম্বর : ওড়িশার এক নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠালো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । মঙ্গলবার ভাতার থানার গার্দানমারি গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় । পরে তাকে বর্ধমানের একটি হোমে পাঠিয়ে দেওয়া হয় । কাটোয়া থানার গাগোলডাঙ্গা এলাকার বাসিন্দা ঊর্মিলা টুডু নামে এক আদিবাসী গৃহবধুর সঙ্গে মেয়েটি ভাতারের গার্দানমারিতে এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে ।
ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানান,বছর সতেরোর ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার বাড়ি ওড়িশার ফুলবনি জেলার বাল্লিগুড়া থানা এলাকার বাল্লিগুড়া গ্রামে । তার নাম স্নেহলতা মল্লিক । মেয়েটির বাবার নাম মুকলা মল্লিক । নভেম্বরের ৩ তারিখে ঊর্মিলা টুডু কেরালা থেকে বাড়ি ফেরার জন্য কেরালা রেলস্টেশনে এলে ওই মেয়েটিকে স্টেশনের এক কোনে বসে কাঁদতে দেখে । তারপর ঊর্মিলাদেবী মেয়েটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে ।
জানা গেছে,মঙ্গলবার মেয়েটিকে সঙ্গে নিয়ে ভাতারের গার্দানমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ঊর্মিলা টুডু । খবর পেয়ে যায় ভাতার থানার পুলিশ । এরপর পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে আনে । মেয়েটিকে উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করা হয় । শেষে তাকে বাম গার্লস শেল্টার হোমে পাঠানো হয় । মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।।