সেখ মিলন,ভাতাড়,(পূর্ব বর্ধমান),১৪ ফেব্রুয়ারী : দুই চোলাই মদের কারবারিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । প্রায় ৪৫ লিটার মদসহ কানু দাস ও উত্তম বাগদি নামে ওই দু’জনকে মঙ্গলবার রাত্রে এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । আজ বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর,ভাতাড় থানার বসতপুর গ্রামের বাসিন্দা কানু দাস ও শালকুনি গ্রামের বাসিন্দা উত্তম বাগদি বাড়িতে চোলাই মদ তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করত । দীর্ঘ দিন ধরেই তারা এই কারবার চালিয়ে যাচ্ছিল । সম্প্রতি গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর আসে । তারপর থেকে ওই দুই ব্যক্তির বাড়িতে গোপনে নজর রাখছিল পুলিশ । মঙ্গলবার তারা প্লাস্টিকের জারে চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে রওনা হলে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে । ভাতাড় থানার ভারপ্রাপ্ত ওসি প্রসেনজিৎ দত্ত জানান, চোলাই অবৈধ কারবার মদ বন্ধ করতে লাগাতার অভিযান চালানো হবে।।