এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ নভেম্বর : বুধবার সকাল প্রায় ৮ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুলের হাট এলাকায় ছিনতাইবাজদের কবলে পড়েছিলেন এক বৃদ্ধা । মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতী তুলসী সামন্ত নামে ওই বৃদ্ধাকে টাকার লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মুখ চেপে ধরে কানের সোনার পাশা ও গলার সোনার হার খুলে নেয় এবং বৃদ্ধার কাছে থাকা বিধবাভাতা বাবদ জমানো ২,০০০ টাকা কেড়ে নিয়ে ফের বাইকে চড়ে পালিয়ে যায় তিন দুষ্কৃতী । ওইদিনই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পুলিশ দুষ্কৃতীদের কোনো নাগাল করতে পারেনি বলে জানা গেছে ।
এদিকে এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ছিনতাইয়ের ঘটনা বর্ণনা করা বৃদ্ধার ভিডিও ক্লিপিংস নিজের ফেসবুক পেজে লিখেছেন,’পুলিশ মন্ত্রী আপনি কি এই অশীতিপর বৃদ্ধার করুণ আর্তি শুনতে পাচ্ছেন? আপনার রাজত্বে দুষ্কৃতীরা দিনে-দুপুরে এইরকম দুঃসাহসিক কার্যকলাপ করার আগে দু’বার ভাবছেও না ! কোলাঘাটে ফুলের হাটে সকাল ৮টার ভরা বাজারেই তুলসী সামন্ত এর সোনার গহনা সহ বিধবা ভাতার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতকারীরা ।’
বুধবার অন্য আরও একটি পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন,’গত পরশু রাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় সড়কের উপর দোকান বন্ধ করে ফেরার পথে উত্তর জিঞাদা নিবাসী স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়াকে দুস্কৃতীরা খুন করে সর্বস্ব লুঠ করে পালায়। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আজ প্রয়াত স্বর্ণ ব্যবসায়ী সমীরবাবুর বাড়িতে তার পরিবারের সাথে দেখা করলাম। ওনার পিতা সুকুমার পড়িয়াবাবু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন,ওনাকে আইনি লড়াই সহ সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছি।’
প্রসঙ্গত,কালীপূজোর আবহে পূর্ব বর্ধমান জেলার ভাতারে তিন কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । কয়েক লক্ষ টাকার সোনা রূপোর গহনা চুরি হয়ে যায় । এছাড়া সম্প্রতি ভাতারের একটা গহনার দোকানের শাটার ভেঙে চুরির ঘটনাও ঘটেছিল । সাম্প্রতিক সময়ে আসানসোলসহ রাজ্যের একাধিক জায়গায় ব্যবসায়ীকে খুন করে লুটপাট চালানোর ঘটনাও ঘটেছিল । ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে ।।