এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,৩০ আগস্ট : নাইজেরিয়ার ডেল্টা শহরে সমকামী বিয়ের অনুষ্ঠান থেকে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে ৬৭ জনকে সমকামী বিয়েতে অংশ নেওয়ার জন্য বিচার করা হবে বলে জানা গেছে । নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেছেন,’আমরা পশ্চিমা বিশ্বকে নকল করতে পারি না । আমরা নাইজেরিয়ান এবং আমাদের অবশ্যই এই দেশের সংস্কৃতি অনুসরণ করতে হবে ।’
তবে আটক কয়েকজন সাংবাদিকদের জানান, তারা সমকামী নন, মডেল ও ফ্যাশন ডিজাইনার। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া এক্স সোশ্যাল পেজে (সাবেক টুইটার) পুলিশের এই কর্মকাণ্ডের নিন্দা করেছে এবং অবিলম্বে এই লোকদের মুক্তির দাবি জানিয়েছে । প্রসঙ্গত,
নাইজেরিয়ায় সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এই দেশের ফৌজদারি আইনে সমকামীদের জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে ।।