এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ অক্টোবর : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় পুলিশ বিজড়া ডাঙাপাড়ার বাসিন্দা শেখ রিয়াজউদ্দিন, ফিরদৌস শেখ, নাসিরুদ্দিন শেখ ওরফে সম্রাট, সফিক শেখ এবং বিজড়া বাউড়িপাড়ার অপু বাউড়িকে গ্রেফতার করেছে। উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী তাঁর এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ১ কিমি দূরে মোহনবাগান অ্যাভিনিউ এলাকায় তাকে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে ৫ নরপশু মিলে তার উপর নারকীয় অত্যাচার চালায় বলে অভিযোগ । নির্যাতিতা এখনো হাসপাতালে ভর্তি আছেন। আজ কলকাতায় বিরোধী দলনেতা একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন । আর অভিযোগ যে বিশেষ সম্প্রদায়ের ৪ জনকে বাঁচাতে নির্যাতিতার শরীরে পাওয়া বীর্যের নমুনা (বায়োলজিক্যাল পার্টস) বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ । তিনি আরো অভিযোগ করেন যে ইতিমধ্যে পুলিশ হুইস্পারিং ক্যাম্পেন” শুরু করে দিয়েছে ।
আর সন্ধ্যায় কলকাতার সল্ট লেকে রাজ্য বিজেপি কার্যালয় সাংবাদিক বৈঠক এই চাঞ্চলকর দাবি করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেছেন, আমি আবারও বলছি,ইতিমধ্যে মেডিকেলে বায়োলজিক্যাল পার্টস বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ । যাতে বিশেষ সম্প্রদায়ের চারজন অতিরিক্ত আছে তারা আল্টিমেটলি যেন সাজা না পায় । শুধুমাত্র একজনার উপর দিয়ে যাবে । ঠিক আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয়ের মত ।’ তিনি আরও বলেছেন,’অলরেডি হুইস্পার ক্যাম্পেনিং স্টার্টেড । লিড বাই দ্য পুলিশ এন্ড আই কিউ সিটি, যারা ৮০ লক্ষ টাকা নিয়েছে । সঞ্জয় ঝুনঝুনওয়ালা ইস দ্য কাল্প্রিট । বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের ! কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন । কিছু বলার নেই ।’
দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজের মালিক সঞ্জয় ঝুনঝুনওয়ালাকে “ডেঞ্জারাস লোক” বলে অবিহিত করেছেন বিরোধী দলনেতা । তিনি বলেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো মেডিকেল রিপোর্টের কপি পরিবারকে দেয়নি । এবং এই সঞ্জয় ঝুনঝুনওয়ালা ডেঞ্জারাস লোক। আগে ও প্রাক্তন মেয়র কে টাকা দিত । এখন বর্তমান মেয়র ও ভাইপোকে টাকা দিচ্ছে । কলকাতাতে দুটো সিনেমা হল -পূরবী এবং অরুনা, যে দুটো সিনেমা হল আমাদের কলকাতার গর্ব ছিল, দুটোই উনি ভেঙ্গে হাউসিং করছেন ।’ শুভেন্দুর কথায়,’মনি গ্রুপের সঞ্জয় ঝুনঝুনওয়ালা তৃণমূলের একজন ব্ল্যাক এন্ড হোয়াইট ফাইনান্সার ।’।