এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৬ মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পর বাংলাদেশী অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি । হাজার হাজার অনুপ্রবেশকারী ধরাও পড়ছে । কেউ কেউ ধরা পড়ার ভয়ে পশ্চিমবঙ্গে এসে ঠেক নিচ্ছে । এমনই ৬ মহিলাসহ ১০ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীর দলকে গ্রেফতার করেছে নদীয়া জেলার ধানতলা থানার পুলিশ । ওই দলে পাঁচ শিশুও রয়েছে। তারা আজ সোমবার দুপুরে ধানতলার বহিরগাছি পঞ্চায়েতের কুলগাছি এলাকা দিয়ে সীমান্ত টপকে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল । সেই সময় পুলিশ তাদের পাকড়াও করে ।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল : ফারজানা মোল্লা, নাজিম মোল্লা, আদরি মোল্লা, রিক্তা মোল্লা,সাথি মোল্লা, রাবিয়া মোল্লা, সামিম মোল্লা,মুরাদ মোল্লা,ইকবাল মোল্লা এবং আজিম মোল্লা । একই পরিবারের সদস্য ওই দলটির বাড়ি বাংলাদেশের নাড়াইল জেলায় । বছর খানেক আগে তারা অবৈধভাবে নদীয়ার সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে । তারপর তারা কাজের সন্ধানে গুজরাটে চলে যায় । কিন্তু গুজরাটে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকর অভিযান চলায় তারা গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল । সেই উদ্দেশ্যে তারা সীমান্ত পারাপার করার জন্য আজ দুপুরে নদীয়ার ধানতলা থানার কুলগাছি এলাকায় আসে । সেই সময় খবর পেয়ে পুলিশ তাদের ধরে ফেলে । পরে ধৃতদের রানাঘাট দেওয়ানী ও ফৌজদারি আদালতে পাঠানো হয় ।।

