এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ আগস্ট : বেআইনি অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার লোহাপোতা গ্রামের বাসিন্দা জনৈক এক ব্যক্তির বাড়িতে । উদ্ধার হল প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জামসহ সদ্য তৈরি করা ৩ টি বেআইনি অস্ত্র, ১৭ রাউন্ড গুলি ও বেশকয়েকটি অর্ধসমাপ্ত অস্ত্র । যদিও মঙ্গলবার ভোররাতে পুলিশের অভিযানের আগেই চম্পট দেয় রমজান আলি শেখ নামে ওই ব্যক্তি । পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ধ্রুব দাস জানিয়েছেন,রমজান আলি শেখের সন্ধানে তল্লাশি চলছে । পাশাপাশি তার পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, লোহাপোতা গ্রামের বাসিন্দা রমজান আলি শেখ ডেকরেটর সামগ্রী ভাড়া দেওয়ার ব্যবসা করতেন । পরিবারে রয়েছেন বাবা মা, স্ত্রী ও মেয়ে । মাটির তৈরি খরের চালের তিনকুঠুরি ঘরে বসবাস । পুলিশের কাছে গোপন সূত্র থেকে খবর আসে বাড়িতে বসে বেআইনি অস্ত্রের কারবার চালাচ্ছে রমজান আলি শেখ । খবর পেতেই এদিন কাটোয়া থানার পুলিশ ও এসওজি গ্রুপ যৌথভাবে অভিযান চালায় লোহাপোতা গ্রামে ।
জানা গেছে, পুলিশ গিয়ে দেখতে পায় রমজানের বাড়ির সামনে কয়েকটি চেয়ার টেবিল, মাইকের চোঙ প্রভৃতি নামানো রয়েছে । কিন্তু বাড়ির একটি মাটির ঘরের ভিতরে ঢুকতেই কার্যত চোখ কপালে উঠে যায় পুলিশ আধিকারিকদের ৷ পুলিশের নজরে পড়ে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লেদ মেশিন, গ্যাস সিলিন্ডার, লোহার পাইপ, স্প্রিং, স্ক্রু, প্রভৃতি অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম । তারই মধ্যে রয়েছে গুলি, সদ্য তৈরি করা আগ্নেয়াস্ত্র ও কয়েকটি অর্ধসমাপ্ত অস্ত্র । বাড়ির ভিতরে রীতিমত একটা ছোটখাটো অস্ত্র কারখানা দেখে স্তম্ভিত হয়ে যান অভিযানকারী পুলিশ ও এসওজি গ্রুপের সদস্যরা ।
জানা গেছে,এদিকে পুলিশ ও এসওজি গ্রুপের দল পৌঁছনোর আগেই কোনও ভাবে খবর পেয়ে বাড়ি ছেড়ে পালায় রমজান । পুলিশ জানিয়েছে, রমজান আলি শেখের অস্ত্র কারখানার সঙ্গে বিহারের মুঙ্গেরের কোনও চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে এভাবে একটা অস্ত্র কারখানা গড়ে ওঠায় ভাবিয়ে তুলেছে পুলিশকে । বেআইনি অস্ত্র কারবারের এই জাল কতদূর বিস্তৃত তা একমাত্র রমজান আলি শেখকে জেরা করলেই প্রকাশ্যে আসবে বলে মনে করছে পুলিশ । আর সেই কারনে তার নাগাল পেতে কাটোয়া থানার পুলিশ উঠেপড়ে লেগেছে ।।