জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০১ সেপ্টেম্বর : রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২০২১ সাল থেকে পয়লা সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিটি থানায় ‘পুলিশ দিবস’ হিসাবে পালন করা হচ্ছে । আজ শুক্রবার সমগ্র রাজ্যের পাশাপাশি গুসকরা বিট হাউস ও ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে গুসকরা বাসস্ট্যান্ড এলাকায় যথাযোগ্য মর্যাদা সহকারে ওই দিনটি পালন করা হল । নজরুল ইসলামের প্রতিকৃতি মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী । পরে মাল্যদান করেন পুলিশ আধিকারিক শৈলেন্দ্র নাথ রায়, দিলীপ হাম্বির, অনিমেষ নায়েক, গুসকরা ট্রাফিক পুলিশের ওসি অনন্তদেব সাহা সহ গুসকরা পুরসভার কাউন্সিলর সুব্রত শ্যাম, সাধনা কোনার, যমুনা শিকারি, বিশিষ্ট সমাজসেবী মল্লিকা চোংদার, উৎপল লাহা, কার্তিক পাঁজা, দেবব্রত শ্যাম প্রমুখ । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (ডি এণ্ড টি) বীরেন্দ্র কুমার পাঠক,
ডিএসপি ট্রাফিক দেবাদ্রীশ বিশ্বাস, সমস্ত সিভিক ভলাণ্টিয়ার ও স্থানীয় বিদ্যালয়ের কচিকাচারা।
অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পৌলীমা বিশ্বাস। তিনি একটি সুন্দর নৃত্যও পরিবেশন করেন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বীরভূমের বাউল শিল্পী নাসির ফকির। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে একটি ক্যুইজ প্রতিযোগিতা হয়। সেখানে বিদ্যালয়ের কচিকাচারা অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুব্রত শ্যাম। ফাঁকে ফাঁকে আজকের দিনটি সম্পর্কে তার টুকরো টুকরো মন্তব্য অনুষ্ঠানকে অন্যমাত্রা দেয় । অনুষ্ঠানে প্রতিটি বক্তা আজকের দিনটির গুরুত্ব ব্যাখ্যা করেন। একইসঙ্গে নিজেদের স্বার্থে পুলিশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করেন।
আজকের বিশেষ এই দিনটির গুরুত্ব ব্যাখ্যা করে ডিএসপি (ডিএণ্ডটি) বীরেন্দ্র কুমার পাঠক বলেন, ‘আমরা এই সমাজেরই অংশ। সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। একজন নাগরিক হিসাবে প্রত্যেককে অনুরোধ করব সমাজকে তথা নিজের পরিবারকে ভাল রাখতে আসুন আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি।’ তিনি আরও বলেন, ‘দু’চাকার গাড়ি চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট ব্যবহার করুন। বাড়িতে বৃদ্ধ মা-বাবা ও স্ত্রী-পুত্র আপনার বাড়ি ফেরার অপেক্ষায় আছেন। একইসঙ্গে তিনি সিভিক ভলেন্টিয়ারদের হেলমেট ব্যবহার করার পরামর্শ দেন।’
পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বলেন,’সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে পুলিশ বাহিনী কাজ করে চলেছে তার জন্য আমরা গর্বিত।’ পুলিশ বাহিনীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন।।