এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১০ এপ্রিল : রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বাঁকুড়া শহর । পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইঁটবৃষ্টির অভিযোগ উঠল শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের বিরুদ্ধে । ইঁটের আঘাতে জখম হয় দুই পুলিশকর্মী । এরপর ব্যপক লাঠিচার্জ শুরু করে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল । বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে । বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।
জানা গেছে,রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল যৌথভাবে রবিবার বিকালে বাঁকুড়ার পাঁচবাগা থেকে লালবাজার পর্যন্ত শোভাযাত্রা বের করেছিল । আগে থেকেই মিছিলের উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করে মিছিলের রুট ঠিক করে দিয়েছিল পুলিশ ও প্রশাসন । মাচানতলায় থাকা মসজিদটি এড়াতে শোভাযাত্রার জন্য বিকল্প একটা রুট ঠিক করে দেওয়া হয় ।
পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘মাচানতলায় শোভাযাত্রাটি আসতেই শোভাযাত্রায় অংশগ্রহনকারী বয়স্ক ব্যক্তিরা বিকল্প রুট দিয়ে চলে যান । কিন্তু অল্পবয়সী যারা ছিলেন তারা মসজিদের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে । তাদের ব্যারিকেড করে আটকে নেওয়া হয় । তখন ওই দলটি পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । দু’জন পুলিশকর্মী আহত হন । আমরা। তখন লাঠিচার্জ করি ।’
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের গাড়িতেও ইঁট এসে পড়ে বলে জানা গেছে । মন্ত্রী বলেন, ‘মিছিল ভন্ডুল করতে এসব শাসক দলের চক্রান্ত। ভিড়ের মধ্যে গাঢাকা দিয়ে তৃণমূলের লোকেরাই উত্তেজনা ছড়িয়েছে । আমাদের লোকজন কখনই এই ধরনের কাজ করতে পারে না ।’ অন্যদিকে তৃনমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, ‘ভগবান রামকে পায়ের তলায় পিষে মারল বিজেপি । রামের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করল । বিজেপি আজ যেভাবে পরিকল্পনা করে এই ঘটনা ঘটালো তাতে বাঁকুড়া শহরের মানুষ হতভম্ব । বাঁকুড়া পুরসভায় এবারে একটি আসনও পায়নি বিজেপি । ওদের পায়ের তলায় মাটি সরে গেছে । তাই সেই জায়গা ফিরে পেতে মরিয়াভাবে এই সব কাজ করছে বিজেপি ।’।