এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৯ অক্টোবর : ইরানে ২২ বছরের কুর্দি তরুনী মাহাসা আমিনিকে খুনের ঘটনার পর থেকে টানা বিক্ষোভ চলছে । বিক্ষোভ দমন করতে ইরানি পুলিশ এবার রীতিমতো বর্বরতা শুরু করে দিয়েছে । বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইরানি পুলিশ । কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে যে গত দুই দিনে মাহাবাদ, বানেহ, সানন্দাজ এবং কাসর শিরিন শহরে বিক্ষোভে কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে । শুক্রবার এই মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, এই বিক্ষোভ চলাকালীন কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছিল । তাদের কি পরিনতি হয়েছে সেই বিষয়ে
তাদের কাছে কোনো তথ্য নেই ।
শুক্রবার ইরানের জাহাদান শহরে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । বিক্ষোভকারীরা “স্বৈরশাসকের মৃত্যু” এবং “ধর্মীয় নেতার মৃত্যু” কামনা করে শ্লোগান দেয় । সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, শত শত মানুষকে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেহদান শহরেও বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে । জাহাদানে গত চার সপ্তাহের বিক্ষোভে ৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ।
নরওয়েতে ইরানের হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, জাহেদানে গত এক মাসের বিক্ষোভে নিহতের সংখ্যা উদ্বেগজনক । তাদের পরিসংখ্যান অনুযায়ী, বিক্ষোভের শুরু থেকে এযাবৎ গোটা দেশে ২৫৩ জন বিক্ষোভকারীকে গুলি করে অথবা পিটিয়ে মেরেছে ইরানি পুলিশ ।।