এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৮ আগস্ট : রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের “পুশ ইন” অব্যাহত আছে । আজ শুক্রবারও আসাম পুলিশ ১০ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে পুশ ইন করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা । তিনি আজ অনুপ্রবেশকারীদের ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে লিখেছেন,’অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত! আজ ভোরবেলা,আসাম পুলিশ শ্রীভূমি সেক্টর থেকে ১০ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। আসামের জনসংখ্যা পরিবর্তনের চেষ্টা বরদাস্ত করা হবে না। সীমান্ত সুরক্ষিত, অনুপ্রবেশকারীদের তাড়ানো হয়েছে!অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত!’
তবে বাংলাদেশের মিডিয়া জানিয়েছে,বাংলাদেশের নওগাঁর কালুপাড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ। রাতে কালুপাড়া সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী(বিজিবি) । তাদের মধ্যে ৩ জন হিন্দু । বাংলাদেশের খুলনা, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা ওই বাংলাদেশিদের নাম হল : বাদশা মিয়া (২০), ইমরান গজী (৩৪), নাজমুল হাসান (২৪), মুসা মোল্লা (৪), রায়হান মোল্লা (৪), নূপুর খানম (২২), আশিকা (৪), মুনিয়া খাতুন (১৮), রাবেয়া শেখ (২৮), বাবু শিকদার (১৭), প্রিয়া শিকদার (২৬), ফাতেমা শেখ (৭), ববিতা শিকদার (৩৫) ও বিলি বেগম (৪০)।
উল্লেখ্য,আসামের শ্রীভূমি, যা করিমগঞ্জ জেলা নামেও পরিচিত৷ বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমি বরাক উপত্যকা অঞ্চলের অংশ। এই উপত্যকায় ঘন মুসলিম বসতি হওয়ার কারনে রোহিঙ্গা ও বাংলাদেশিরা এলাকাটিকে অনুপ্রবেশের করিডর হিসাবে ব্যবহার করে ।।