দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ জানুয়ারী : আসামি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়লো পুলিশের গাড়ি । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে । মুক্তি ধাড়া নামে এক পথচারী এবং দেবব্রত ঘোষ নামে এক পুলিশ কর্মী দুর্ঘটনায় আহত হয়েছেন । আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ছিল কেতুগ্রাম থানার পুলিশের । পরে ভাতার থানার পুলিশকে গাড়ি ওই গাড়িটি ক্রেনের সাহায্যে তুলে করে নিয়ে আসে ।
জানা গেছে,কেতুগ্রাম থানার অধীনে পুরনো একটি মামলার আসামি বর্ধমান সংশোধনাগারে বন্দী ছিল । আজ ওই মামলার শুনানি ছিল কাটোয়া মহকুমা আদালতে । সেই কারণে সংশোধনাগার থেকে ওই আসামিকে নিয়ে কাটোয়া মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিল কেতুগ্রাম থানার পুলিশের ওই গাড়িটি । কিন্তু গাড়িটি বলগোনা বাসস্ট্যান্ড-এর কাছে তেমাথা মোড়ে আসতেই মুক্তি ধাড়া নামে পথচারী গাড়িটির সামনে চলে আসে । চালক সজোরে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে গভীর খালের মধ্যে পড়ে যায় । খালের জল কম থাকার কারণে মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটে নি । এরপর স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার করে । ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানিয়েছেন, আহতদের প্রথমে ভাতার হাসপাতালে আনা হয়েছিল । সেখান থেকে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ।।