এইদিন ওয়েবডেস্ক,কোয়েটা,১১ এপ্রিল : রমজানের মাঝেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় পুলিশের গাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে । পাকিস্তানি পুলিশ নিশ্চিত করেছে যে বেলুচিস্তানের কোয়েটা শহরে পাকিস্তানি পুলিশ বহনকারী একটি গাড়িতে মাইন বিস্ফোরণের ফলে দুই বেসামরিক নাগরিকসহ ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে । সোমবার এই হামলাটি হয় বেলুচিস্তান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কোয়েটা শহরে অবস্থিত কান্ধারি বাজারে ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,বাজারে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ ভ্যানের পাশে দাঁড় করিয়ে রাখা বিস্ফোরক লাগানো একটি মোটরসাইকেলে প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে । শাফকাত চিমা নামে এলাকার একজন পুলিশ কমান্ডার বলেছেন যে বিস্ফোরণের লক্ষ্য ছিল কোয়েটা পুলিশের তদন্তকারী প্রধান । প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে চার থেকে পাঁচ কিলোগ্রাম বিস্ফোরক সমন্বিত একটি ইম্প্রোভাইজড মাইন লাগানো দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে মহিলা ও এক শিশুও রয়েছে । আহতদের চিকিৎসার জন্য কোয়েটা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । তবে পাকিস্তানি পুলিশ এই ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানায়নি, তবে নিশ্চিত করেছে বিস্ফোরণে নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন ।
এদিকে এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বেলুচিস্তানে স্বাধীনতাকামী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) । এই গোষ্ঠীর তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে,’বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে এবং আমরা আমাদের প্রতিশ্রুতির উপর জোর দিই যে বেলুচ জনগণের বিরুদ্ধে সমস্ত অপরাধের জবাবদিহি করা হবে ।’ উল্লেখ্য,২৪ ঘণ্টার মধ্যে কোয়েটা পুলিশের ওপর এনিয়ে দ্বিতীয় হামলা চালালো বিএলএ । রবিবার,পাকিস্তানের কোয়েটা শহরে সশস্ত্র বিএলএ যোদ্ধাদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হয় ।।