এইদিন ওয়েবডেস্ক,বিষ্ণুপুর(বাঁকুড়া),১৯ ডিসেম্বর : কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপি কর্মীদের উপর হামলা, ভোটে সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ তুলে রবিবার রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি । বিজেপির ঘোষিত এই কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তির নেতৃত্বে এদিন বিকেলে বৈলাপাড়ায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল । বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড়ের উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু বিষ্ণুপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে বিজেপির মিছিল মাঝপথেই আটকে দেয় ।
জানা গেছে,মিছিল ব্যারিকেড করে আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির নেতা ও কর্মীরা । তারপর মিছিল আটকানোর প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তার উপর শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় । বেশ কিছুক্ষন ধরে চলে বিক্ষোভ ।
বিজেপির জেলা সভাপতি সুজিত আগস্তি বলেন, ‘গনতন্ত্রের হত্যাকারী তৃণমূলকে সাহায্য করছে এই পুলিশ । পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদালি করছে ।’ তিনি বলেন, ‘পুলিশ ভালো করেই জানে বিষ্ণুপুরে বিজেপির সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি । তাই ওরা আমাদের আন্দোলন করতে দিচ্ছে না । সামনের পুরসভা নির্বাচনে এখানে তৃণমূলের ভরাঢুবি হবে । তাই পুলিশ প্রশাসন এখন থেকে তৃণমূলের হয়ে চামচাগিরি করছে । দালালি করছে ।’।