এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,০১ মার্চ : মাদক ও বেআইনি অস্ত্র পাচারের মামলায় চোপড়ার কালিকাপুর এলাকার তৃণমূল নেতা মুজিবর রহমানকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ । পুলিশ তাকে ধরেও ফেলে । কিন্তু স্থানীয় মহিলারা তাকে কার্যত ছিনিয়ে নিয়ে যায় । আর এই সুযোগে চম্পট দেয় মুজিবর । সেই ভিডিও ফেসবুকে ভাগ করে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল(ডিজি) রাজীব কুমারকে তুলোধুনো করেছেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । তিনি ডিজিকে ‘অযোগ্য ও চাটুকার’ তকমা দিয়ে মন্তব্য করেছেন, ‘অযোগ্য, চাটুকার ডিজি মনে করেন শুধুমাত্র ফিল্মি ডায়লগ দিয়েই আইন-শৃঙ্খলা রক্ষা করা যাবে ।’
সুকান্ত মজুমদার লিখেছেন,’তৃণমূল সরকারের অধীনে পশ্চিমবঙ্গ পুলিশ আজ পরিহাসে পরিণত হয়েছে! অযোগ্য, চাটুকার ডিজি মনে করেন শুধুমাত্র ফিল্মি ডায়লগ দিয়েই আইন-শৃঙ্খলা রক্ষা করা যাবে।উত্তর দিনাজপুরের চোপড়ায়, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ অপরাধী মজিবর রহমানকে আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতার করতে গেলে পুলিশ আক্রান্ত হয় এবং তাকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া হয়! একসময়ের তৃণমূল পঞ্চায়েত সদস্য, এই দুষ্কৃতী এলাকায় দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করত।প্রতিদিন শাসকদলের গুন্ডাদের হাতে রাজ্যের পুলিশ আক্রান্ত হচ্ছে। পুলিশ বাহিনীর উপর প্রাণঘাতী হামলা বাড়ছে, অথচ আধিকারিকরা আইন নয়, রাজনৈতিক প্রভুদের সেবায় ব্যস্ত! ডিজি মহাশয়, আর কতদিন এই নাটক চলবে? কবে জনসমক্ষে পদত্যাগ করবেন?’
জানা গেছে,পলাতক মুজিবর রহমান চোপড়ার চুটিয়াখোর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য । তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের মত গুরুতর অপরাধে মামলা চলছে । আজ দুপুরে তাকে পাকড়াও করতে চোপড়ার কালিকাপুর এলাকায় হানা দেয় পুলিশ বাহিনী । পুলিশ প্রথমে মুজিবরের বাড়ি ঘিরে ফেলে । কিন্তু ধুর্ত মুজিবর কোনো ভাবে বাড়ি থেকে বের হয়ে পাশের একটা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপন করার চেষ্টা করে । কিন্তু সে পুলিশের নজর এড়াতে পারেনি । পুলিশ তাকে পুকুর থেকে তুলে
প্রিজন ভ্যানে ঢোকায় । কিন্তু অনান্য জায়গার মত ওই দুষ্কৃতীর ঢাল হিসাবে চলে আসে মুসলিম মহিলাদের দল । ওই মহিলারাই প্রিজন ভ্যানে হামলা চালায়৷ আর সেই সুযোগে চম্পট দেয় মুজিবর রহমান। পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় ২৭ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে । তবে রাত পর্যন্ত মুজিবর পলাতক ।।