এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৯ জুলাই : বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পুলিশ কয়লা পাচারে বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে গ্রামবাসীরা এলোপাথাড়ি ইঁট পাটকেল ছোড়ে বলে অভিযোগ । তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয় । এই ঘটনায় ৯ মহিলাসহ ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ৩ জনকে সাত দিনের পুলিশ হেফাজত, এক জনকে জামিন ও বাকিদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
জানা গেছে,বড়জোড়া নর্থ কোল মাইনস (Barjora North Coal Mine) থেকে বৃহস্পতিবার মনোহর গ্রামের কয়েকজন ১০টি মোটরবাইকে করে কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ । খবর পেয়ে পুলিশ গ্রামে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় । পুলিশ তাদের তেড়ে গেলে কয়েকজন মহিলা ও পুরুষ পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । কয়েকজন পুলিশ কর্মী আহত হন । পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে এলাকায় ঘিরে ফেলে ১৬ জনকে গ্রেফতার করে । পাশাপাশি ১০ টি মোটর সাইকেল ও ৫২ মেট্রিক টন কয়লা আটক করে পুলিশ ।।