দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৩ আগস্ট : আদিবাসী বিধবা মহিলাকে খুনের ঘটনায় তদন্তে গিয়ে আক্রান্ত হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুলিশ । উত্তেজিত গ্রামবাসীদের ব্যাপক মারধরে গুরুতর জখম হয়েছেন আইসি আবদুল রব খান এবং থানার সেকেণ্ড অফিসার উত্তম মণ্ডল । তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।
খুন হওয়া মহিলার নাম সুমি সোরেন। আউশগ্রামের সোমাইপুর লাইকিংপাড়ায় তার বাড়ি । গত মঙ্গলবার সন্ধ্যায় নখকুনির যন্ত্রণার জন্য গ্রামেই এক হাতুড়ে চিকিৎসকের কাছে ওষুধ আনতে গিয়েছিলেন তিনি । পরের দিন মাঠের মাঝে ধান জমির আলের উপর তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় ।
জানা গেছে,ওই খুনের মামলার তদন্তে আজ রবিবার রাত পৌনে আটটা নাগাদ সোমাইপুর গ্রামে তদন্তে গিয়েছিল আউশগ্রাম থানার ওই দুই পুলিশ আধিকারিক । তাঁরা স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছিল । সেই সময় গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে বেদম পেটায় । পরে অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনে । কিন্তু আইসির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।