দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ মার্চ : বিদ্যুৎ চুরির অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার বাঁধমুড়ো গ্রামে । বিদ্যুৎ চুরিতে অভিযুক্ত আনসার মল্লিকের পরিবারের লোকজনের হামলায় মাথা ফাটে এসআই আবদুল হাসিম হাজারির । এছাড়া আহত হন কৈলাস সাহা নামে একজন সিভিক ভলেন্টিয়ার । তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয় । এই ঘটনায় পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাতে শুরু করেছে ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
পুলিশ সুত্রে খবর,বাঁধমুড়ো গ্রামের বাসিন্দা আনসার মল্লিক দীর্ঘদিন ধরে হুকিং করে সাবমার্বিল পাম্প চালাচ্ছেন বলে অভিযোগ । বিদ্যুৎ দপ্তরের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করে পুলিশ । এদিন রাতে তাঁকে পাকড়াও করতে বাঁধমুড়ো গ্রামে গিয়েছিলেন এসআই আবদুল হাসিম হাজারি । তাঁর সঙ্গে ছিলেন সিভিক ভলেন্টিয়ার কৈলাস সাহা । জানা গেছে,তাঁরা আনসারকে ধরে যেই গাড়িতে তুলতে যাবেন ঠিক সেই সময় অভিযুক্তের তিন ছেলে, পুত্রবধূরা, আরও কয়েকজন আত্মীয় মিলে তাঁকে ছিনিয়ে নিয়ে পালায় । মহিলারা আধলান ইঁট তুলে পুলিশকে লক্ষ্য করে ছুড়তে শুরু করে । অতজনের আচমকা হামলায় কার্যত হতভম্ব হয়ে যায় এসআই ও সিভিক ভলান্টিয়ার । তারই মাঝে একটা ইঁট এসে পড়ে এসআই আবদুল হাসিম হাজারির মাথায় । তাঁর মাথা ফেটে যায় । আহত হন সিভিক ভলেন্টিয়ার কৈলাস সাহাও । সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনা হয় ।।