এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৮ এপ্রিল : নয়া ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কার্যত তান্ডব চালালো বিক্ষোভকারীরা । পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করলে হামলা চালিয়ে দেয় ওয়াকফ আইনের প্রতিবাদে জড়ো হওয়া লোকজন । পুলিশকে লক্ষ্য করে দেদার ইঁট বৃষ্টি করা হয় । আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে । হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা গেছে । মুর্শিদাবাদের এই হিংসাত্মক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির ও কলকাতা হাইকোর্টের আইনজীবী যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি ।
তরুনজ্যোতি হিংসার মুহুর্তের ভিডিও পোস্ট করে লিখেছেন,’মুর্শিদাবাদে উদ্বেগজনক পরিস্থিতি! ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ করা নাগরিক অধিকার হতে পারে, কিন্তু সংবিধানের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহের ভাষা—”সংবিধান মানছি না, মানবো না”—একটি গণতান্ত্রিক দেশের জন্য চরম লজ্জার। এটা শুধুমাত্র আইন-শৃঙ্খলার ইস্যু নয়, এটা ভারতের সংবিধান ও গণতন্ত্রের ওপর আক্রমণ। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই শক্ত পদক্ষেপ নিতে হবে। না হলে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে। দেশের সংবিধান সবার ঊর্ধ্বে। এবার যথেষ্ট হয়েছে।’ অন্য একটা পোস্টে তিনি লিখেছেন,’ওয়াকফ ইস্যুতে বিক্ষোভে উত্তাল উমরপুর, জাতীয় সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, উত্তপ্ত পরিস্থিতি ।কারা করেছে নিশ্চয়ই বলতে হবে না?’
জানা গেছে,নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে আজ মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটা প্রতিবাদ মিছিল বের করেছিল স্থানীয় মুসলিমরা । তাদের হাতে ছিল ইসলামি ও জাতীয় পতাকা৷ পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়৷ সেই সময় আচমকা মারমুখি হয়ে ওঠে জনতা । তারা পুলিশের উপর হামলা চালিয়ে দেয় । পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ছুড়তে হয় । আশপাশের থানা থেকে পুলিশ বাহিনী আনা হচ্ছে বলে জানা গেছে ।।