এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,১৩ ডিসেম্বর ঃ একটি চার চাকা গাড়ি ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে আন্তরাজ্য গাড়ি চুরি চক্রের দুই পান্ডাকে পাকড়াও করল ভাতাড় থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইকবাল আহমেদ(২৭) ও রেজাউল আনসারি(৩৩) । শনিবার রাতে কলকাতার ইকোপার্ক থানা এলাকার রাজারহাট হাতিয়ারা এলাকা থেকে ওই দুই কুখ্যাত দুস্কৃতীকে গ্রেফতার করা হয় । ধৃতদের আদি বাড়ি পশ্চিম বর্ধমান জেলায় হলেও বর্তমানে তারা ওই এলাকাতেই থাকতো বলে পুলিশ জানতে পেরেছে । রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ।
জানা গেছে,গাড়ি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত ৮ নভেম্বর ভোরে । কলকাতার গার্ডেনরিচ এলাকার বাসিন্দা খুরশিদ আহমেদ নামে এক গাড়িমালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার পর হাত-পা বেঁধে ভাতারের আমবোনার কাছে ধানজমিতে ফেলে রেখে তাঁর সুইফট ডিজায়ার গাড়ি নিয়ে চম্পট দেয় তিন দুস্কৃতী । ওই দিন সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে খুরশিদকে উদ্ধার করে । তারপর গাড়ির মালিক এনিয়ে ভাতাড় থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশের কাছে তিনি জানান,ওই তিনজন কলকাতা থেকে তাঁর গাড়িটি ভাড়া করেছিল ৷ গন্তব্যস্থল ছিল আউশগ্রামের গোবিন্দপুর । কিন্তু গোবিন্দপুর আসার পরেই গাড়ি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে ৷
অভিযোগ দায়েরের দিন দুয়েকের মাথাতেই পুলিশ কলকাতার মেটিয়াবুরুজ থানা এলাকার বাসিন্দা সঞ্জয় সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে । তাঁকে জেরা করে পশ্চিম বর্ধমান জেলার রাণিগঞ্জ থানার রনাই মহল্লা এলাকায় একটি খামার থেকে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করে পুলিশ । পাশাপাশি ধৃত ব্যক্তির কাছ থেকে পুলিশ ইকবাল আহমেদ, রেজাউল আনসারি সহ আরও একজন দুস্কৃতীর নাম জানতে পারে । শেষে শনিবার রাতে রীতিমত ফাঁদ পেতে কলকাতার ইকোপার্ক থানা এলাকা থেকে গ্রেফতার করে ভাতাড় থানার পুলিশ ।
ধৃতদের বিরুদ্ধে অনেক গুরুতর অপরামূলক কাজকর্মে জড়িত থাকার কারনে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে । এদিন ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় । তাদের টিআই প্যারেড করানো হবে বলে খবর ।।