দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৮ মে : মোবাইলের দোকানের আড়ালে চলছিল অনলাইন জুয়োর কারবার । জুয়োর নেশায় পড়ে বহু মানুষ সর্বশান্ত হচ্ছিল । শেষ পর্যন্ত এই অনলাইন জুয়ো চক্রের পান্ডাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম আরসেদ আলি সেখ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,পুরষ্কারের লোভ দেখিয়ে অনলাইন জুয়োর কারবার চালাচ্ছিল ওই যুবক । পুলিশের চোখে ধুলো দিতে রাজ চৌধুরী, আল আমিন সেখ প্রভৃতি একাধিক নামে ভুয়ো আধারকার্ড, ভোটার কার্ড তৈরি করেছিল সে । ওইসব নামে কোনও ব্যাঙ্ক আ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা বা ধৃত যুবক আইপিএল বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিল কিনা তদন্ত করে দেখছে পুলিশ ।
জানা গেছে,নতুনহাটে রয়েছে মঙ্গলকোট থানা । আর থানার অদূরে নতুনহাট স্কুল মোড়ের কাছে রয়েছে আরসেদ আলি সেখের মোবাইল দোকানটি । আর মোবাইলের দোকানের আড়ালেই অনলাইনে জুয়োর রমরমা কারবার ফেঁদে বসেছিল ওই যুবক । জুয়োয় হারলে সোনার গয়না,গাড়ি-বাইক এমনকি জমি বাড়ির দলিল পর্যন্ত সে বন্ধক রেখে দিত । ব্লাঙ্ক চেক, ব্লাঙ্ক স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে রাখতো । আর তার এই ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছিল এলাকার বহু মানুষ । গোপন সুত্র থেকে খবর পেয়ে আরসেদের ওই অবৈধ কারবারের উপর পুলিশ গোপনে নজর রাখছিল । শেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ ।
বুধবার এনিয়ে সাংবাদিক বৈঠক করেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক । তিনি জানান,ধৃতের কাছ থেকে নগদ ৩ লক্ষ ৬৬ হাজার ৩৫০ টাকা,একটি সোনার রিং, সোনার কানের দুল, আংটি,নাকচাবি, কম্পিউটার, প্রচুর এটিএম কার্ড এবং বেশ কিছু জমি বাড়ির দলিল উদ্ধার হয়েছে । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক ।।