প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ মে : করোনা কালে কলোবাজারির উদ্দেশ্যে বেআইনভাবে অক্সিজেন সিলিন্ডার মজুতের অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি । ধৃতের নাম দীপঙ্কর দত্ত।পূর্ব বর্ধমানের মেমারি থানার জাবুই গ্রামে তার বাড়ি।মেমারি থানার পাহাড়হাটি বাজার এলাকায় থাকা গ্যাসের গোডাউনে অক্সজেন ভর্তি সিলিন্ডার মজুতের অভিযোগ ওঠে দীপঙ্কর দত্তর বিরুদ্ধে । জেরায় এই বিষয়ে সন্তোষজনক ব্যক্ষা দিতে না পারায় পুলিশ রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে । সোমবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে । আরও সিলিন্ডার উদ্ধার ও বেআইনি ভাবে অক্সিজেন সিলিন্ডার মজুত চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে সেই তথ্য উদ্ধারের জন্যে তদন্তকারী অফিসার ধৃতকে ৫ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় । সিজেএম ধৃতকে ৪ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, মেমারির পাহাড়হাটি বাজার এলাকায় একটি গোডাউন রয়েছে । সেখানে অক্সিজেন ভর্তি সিলিন্ডার মজুতের খবর পুলিশ গোপন সূত্রে পায় । রবিবার সন্ধ্যায় পুলিশ ওই গোডাউনে হানা দেয় । পুলিশের দাবি গোডাউন থেকে ৭টি অক্সিজেন সিলিন্ডার ও ১ টি নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়। গোডাউনে অক্সিজেন সিলিন্ডার মজুত সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র গোডাউন মালিক দীপঙ্কর দত্ত দেখাতে পারেন না ।এরপরেই সিলিন্ডার বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশ দীপঙ্কর দত্তকে গ্রেপ্তার করে । পুলিশ দাবি করেছে ,করোনা কালে চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির জন্যেই অক্সিজেন সিলিন্ডার মজুত করা হয়েছিল। ঘটনার বিষয়ে মেমারি থানার সাব-ইনসপেক্টর ত্রিদিব রাজ থানায় অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ দীপঙ্কর দত্তকে গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে খবর দীপঙ্কর দত্তর অপর একটি গোডাউন থেকে এদিন আরও ৪ টি অক্সিজেন সিলন্ডার উদ্ধার হয়েছে । পুলিশ সেই সিলিন্ডার গুলিও বাজেয়াপ্ত করেছে ।।