এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৩ জানুয়ারী : জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় টার্গেট কিলিং ঘটনায় সন্ত্রাসবাদীদের উপর ১০ লাখ পুরষ্কার ঘোষণা করল পুলিশ । রবিবার সন্ধ্যায় দুই সন্ত্রাসবাদী রাজৌরি জেলার ডাংরি গ্রামের তিনটি বাড়িতে হামলা চালিয়ে ৪ জন নিরীহ মানুষকে গুলি করে মারে এবং ৬ জনকে আহত করে । এই ঘটনার ১২ ঘন্টার মধ্যে আপার ডাংরি গ্রামে গ্রেনেড হামলা চালিয়ে দুই শিশুকে মারে সন্ত্রাসবাদীরা । আহত হয় আরও বেশ কয়েকজন । পরপর দুই টার্গেট কিলিং-এর ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে । মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থার(এনআইএ) একটি বিশেষ দলও ডাংরি গ্রামে অপরাধস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে ।
সোমবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন । এদিকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে,যে কোনও ব্যক্তি যদি আক্রমণে জড়িত সন্ত্রাসবাদীদের সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য শেয়ার করেন তবে তাকে ১০ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে । পুলিশ আরও জানিয়েছে, তথ্যদাতার বিস্তারিত তথ্য গোপন রাখা হবে ।।