প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ জুন : পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে উদ্ধার হল গ্রাহকদের বঞ্চিত করে বে-আইনি ভাবে গোডাউনে মজুত করে রাখা রেশনের প্রচুর মালপত্র । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার অকালপৌষ গ্রামে।এই ঘটনায় পুলিশ আনোয়ার শেখ ওরফে বাবলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । কালনার কৈখালি গ্রামে তার বাড়ি।পুলিশের প্রাথমিক অনুমান গ্রাহকদের বঞ্চিত করে হাতিয়ে নেওয়া রেশনের মালপত্র কালোবাজারির উদ্দেশ্যেই মজুত করে রাখা হত ওই গোডাউনে। যৌথ অভিযনে সেই রেশন দুর্নীতিরই এদিন পর্দা ফাঁস হলো বলে মনে করছেন অকালপৌষ গ্রামের বাসিন্দারা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,বেআইনী গোডাউনটি রয়েছে কালনার অকালপৌষ এলাকায়। স্থানীয়রা জানান ,শুধু দিনেদুপুরেই নয়,রাতের অন্ধকারেও আনোয়ার শেখ গম,আটা,কেরোসিন তেল প্রভৃতি বিভিন্ন দ্রব্য ওই গোডাউনে এনে রাখতেন । এলাকার লোকজনবলেন, কি মালপত্র গোডাউনে রাখা হয় জানতে চাইলে আনোয়ার তাঁদের বলতেন বিভিন্ন এলাকার রেশনের মালপত্র গোডাউনে এনে রাখা হচ্ছে ।পরে তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। সাবলীল ভাবে মিষ্টি মুখে আনোয়ার এমনটা বলতেন বলে বিষয়টি নিয়ে সেভাবে আর কেউ মাথা ঘামান নি ।তারই সূযোগ নিয়ে সকলের চোখে ধুলো দিয়ে আনোয়ায় বেআইনি ভাবে রেশনের দ্রব্য সামগ্রীর বেআইনি কারবার চালিয়ে যাচ্ছিল ।
এদিন পূর্ব বর্ধমান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কালনা থানার পুলিশ সেই গোডাউনে হানা দিয়ে ৭৫০ লিটার কোরোসিন তেল,৭০ কুইন্টাল আটা ,৪০কুইন্টাল গম ও সরকারী ছাপ মারা বেশকিছু আটার প্যাকেটও উদ্ধার করে। গোডাউনে রেশনের মালপত্র মজুত সংক্রান্ত বৈধ কোনও নথি দেখাতে না পারায় পুলিশ আনোয়ার শেখ কে গ্রেপ্তার করে ।বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া রেশনের খাদ্য সামগ্রী ।
কালনা মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য এদিন বলেন,‘ জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কালনা থানার পুলিশ এদিন অকালপৌষ গ্রামে একটি গোডাউনে অভিযান চালায় ।প্রচুর পরিমাণে গম,আটা,কেরোসিন তেল গোডাউন থেকে পাওয়া গিয়েছে ।সেইগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। আনোয়ার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।।