নদীর বুকে জমা শব্দের ঢেউ
আমরা চুপ বাতাসে গাছেদের কথা ভাসছে
ব্যস্ত শহর থমকে গেছে হঠাৎ আসা ঝড়ে।
বোবা ল্যাম্প পোষ্টে বৃষ্টির ফোঁটা
আমাদের সব কথা থেমে আছে সিগন্যালে গাড়ির খোলা কাঁচে
দাগ হয়ে মিশে আছে ভেজা ফুটপাতে এক থোকা কচি ঘাসের সবুজ রঙে।
তোমার দেখানো সেতু একা ঝুলে আছে নদীর উপরে
বহু দূরে সুর ভেসে যায় ঢেউয়ে।
স্মৃতির চাদরে ভেজা গন্ধ
সেই পায়রাটা দমকা হাওয়ায় পুরোনো বাড়ির ঘুলঘুলিতে
ওর বুকে মেঘের ডাক আমার মন কেমনের সন্ধে
কতদিনের জমানো ব্যথা ধুয়ে যায় প্রথম বর্ষার জলে।
কার্নিশে মিশে গেছি অপরাজিতার গায়ে
পাতাদের সাথে ভিজি আমি
মেঘ ছুঁয়ে মেঘবালিকা ঠোঁটে বিদ্যুতের আলো
ধুলোর মত ধুয়ে যাই ভাঙা শিলের গায়ে দেখো গলছে দহন
এক বুক তৃষ্ণায় তুমুল ঝড় চৈত্রে
নদীর বুকে জমা শব্দের ঢেউ
আমরা চুপ বাতাসে গাছেদের কথা ভাসেছে।