তখন অনেক রাত
অবাধ্য একটা স্পর্শ আমাকে ছুঁতে চায়
একটা অনুভূতি এখনো জীবিত।
একটা গল্প মৃত লাশের ভিড়ে হারিয়ে গেছে,
তারই অবশিষ্ট কিছু অংশ
পড়ে আছে চেনা পথের বাঁকে।
আজো ওখানেই থমকে দাঁড়াতে হয় আমাকে।
তুমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছো আমাতে।
তুমি থেকে গেছো গন্ধে স্পর্শে অভিমানে অভিযোগে।
তোমাকে অস্বীকার করতে পারিনি, মুক্ত করতে পারিনি
আবার দুচোখের গভীরতায় হারিয়ে যেতেও পারিনি।
তবুও তুমি থেকে গেছো মনের এক কোণে অবাধ্য অধিকারে।
আমি মুক্তি চেয়েছি হাজার বরণে।
আমি মুক্তি চেয়েছি কারণে অকারণে
আমি মুক্তি চেয়েছি নিদারুণ অভিমানে।
তবুও তুমি থেকে গেছো
অজানা এক টানে ।।