পাহাড়টি মেঘকে স্পর্শ করতে চাইল
কিন্তু মেঘ যেন লক্ষ্যে অবিচল,
করেছে পণ একা থাকবার,
পাহাড়েরও বা কি দরকার মেঘকে ধরবার?
ক্যাকটাস পরিপূর্ণ ভূমিতে
ক্যাকটাস যেমন স্পর্শ করেছে ভূমিকে,
ভূমিরও কি একা থাকবার নেই ইচ্ছে?
জীব-জন্তু-পক্ষী-মানুষ এত কিছু
তবুও কিসের একা?
ভিন্ন শরীর, ভিন্ন গড়ন, ভিন্ন মননে পরিপূর্ণ
পৃথিবীতে আছে সত্তা পৃথক
একটির সাথে অপরটির নেই কোনো যোগাযোগ।
তবু উন্নত জীব মানুষেরই আছে বন্ধন- মানব বন্ধন।
আর সব প্রাণীকূল সুন্দর এক মেলবন্ধন।
এ অদৃশ্য বন্ধন কখনো ক্ষমতাশালী
কখনো বা ভঙ্গুর,
ভিন্ন জীব, ভিন্ন সত্তা,
এক একটি বিচ্ছিন্ন দ্বীপ দেখা যাচ্ছে শুধু,
অদৃশ্য বাঁধনের সেতু বন্ধনের চেষ্টাই শুধু
অবশেষে প্রতিটি জীব একাকী হাঁটছে শুধু শুধু।।