মনের ঘরে জং পরেছে,
বাজার খুবই মন্দাI
জমল ধুলো ভালবাসায় ,
সব স্বার্থ বাজের ধান্দা!
ঠোটের উপর জমছে শিশির,
বুকের মাঝে শূন্য I
নামছে যে হাত অমানিশায়,
হারিয়েছে পাপ পুণ্য!
স্বপ্নগুলো এলোমেলো,
রংচটা ক্যানভাসে I
জানিনাকে খাবে শরীর?
অদৃষ্ট এ কে হাসে?
নগ্ন করিস দিনে রাতে,
তীব্র কি লালসা!
মেয়ে বলে তোদের কাছে,
আমি একাই বেশ্যা!
নারীজাতির রক্ত খেতে,
ভীষণ লাগে মিষ্টি?
তোরা পুরুষ সাধু বটে!
এই শরীরেই সৃষ্টিI