আজ আমার প্রথম স্কুল
উঠতে হবে ভোরে
কিচির মিচির পাখিদের সাথে
মা ডাকলো আদর করে ।
তুলতুলে দুটো নরম হাতে
পিঠে বইয়ের ভারী ব্যাগ
নতুন জামা নতুন জুতো
বায়নাগুলো করতে হবে ত্যাগ।
এখন আমি অনেক বড়ো
মাকে ছেড়ে একাই সব পারি
সকাল হলেই তাড়াতাড়ি
বন্ধুদের সাথে দিই পাড়ি ।
কত বন্ধু কত গল্প
হবে নতুন নতুন খেলা
টিফিন খাবার সময় এলে
জানি জুটবেনা ভাগের বেলা।
মারামারি হাতাহাতি
চলবে হাসি ঠাট্টা
দুষ্টুমি দেখলেই টিচার এসে
দেবে মাথায় গাট্টা ।
জানতে হবে অনেক কিছু
পড়তে হবে বই
সন্ধ্যে বেলায় মা বলে
টাস্ক দিয়েছে কই ?