প্রভাত আকাশে রবির কিরণে
মন যেন ভরপুর,
গানের সুরে ছন্দ বিতানে
চলে যায় বহুদূর।
চারিদিকে দেখি রবির ছটায়
উৎসবের সমারোহ,
উজ্জ্বল আলোর প্রদীপশিখায়
আনন্দের প্রবাহ।
আকাশ বাতাস কাঁপিছে ধরায়
পূজায় তোমার সৃষ্টি,
সুর ও ধ্বনির মধুর আবেশে
বয়ে যায় সেই কৃষ্টি।
বিশ্বের সেরা মুকুট মাথায়
অতন্দ্র যেন চির রবি,
ছড়িয়ে আছে সাহিত্যের আকাশে
পৃথিবী ব্যাপী ছবি।
ধনরত্নের চেয়েও দামী
সৃষ্টির তার মান,
ভক্তি ভরে সতত প্রণামে
সৃষ্টিকে সম্মান।
সবার মাথার মণি হয়ে তুমি
আজকের বিশ্বকবি,
সাহিত্য,কাব্য,উপন্যাস,গল্প,পত্রে
জ্বলজ্বল কিরণে রবি।
বেঁচে থাকো তুমি রবীন্দ্রনাথ
বিশ্ববাসীর অন্তরে,
তপ্ত গ্ৰীষ্মের পুণ্য প্রভাতে
চরণে প্রণাম চিরতরে ।।