সাদা পাতা ভরা আঁকিবুঁকি কত
স্বপ্নগুলো সব হত,
নীরব নারীর নিশীথের ক্ষত
লোভী পিপাসায় রত।
কবিতার শব্দ অবিরাম খোঁজে
কিছুটা স্বস্তির ভাষা,
মনের ক্ষুধারা মূহুর্তকে বোঝে
হৃদেতে শান্তির আশা।
স্তব্ধ নিশীথের বুকচিরে কার
ক্রন্দন ধ্বনিটি ভাসে,
অশ্রুভরা নয়নে বেদনা যার,
বাঁচবে কিসের আশে?
অভুক্ত উদরে শীর্ণ জীর্ণ দেহে
যে ছেলেটি ধূলা মাখে,
গন্ধ শোঁকে উদাস নেত্রে রহে
সে হিসাব গুনে রাখে।
নিয়ন আলোর নিচে দেহ কত
রাতের চাদর মুড়ি,
কবিতা খোঁজে তার খবর যত
বর্ণে,শব্দে,বাক্যে ঘুরি।
মুহূর্তদের নানাবিধ রব
সূর্যাস্তেরই বেলায়,
কবিতার বুকেতে স্বপ্নরা সব
ভাঙা গড়ার খেলায় ।।