ও মেয়ে তোর বাড়ি কোথায় বল…
মাঝরাতে আঁধার পথে করিস চলাচল?
আমার বাড়ি গোটা পৃথিবী,পথে ঘুরি তাই,
আপন আমার আর কেহ নাই, প্রকৃতি ছাড়া ভাই…
ওই আকাশে তারাগুলো পাহারা দেয় রাতে..
শুধাস তাদের হারায় কোথায় শিশির ভেজা প্রাতে…
আমার ঠিকানা ওই আকাশে শোনরে তোরা শোন, আমি এক ছন্নছাড়া… এই ধরার একজন ….
চলছি পথে নিকষ রাতে অবোধ এক মেয়ে,
জীবনস্রোতে আপনমনে চলছি আমি ধেয়ে…
সঙ্গী করে রাতকে বলি তুই যে আপন ধন..
উজান স্রোতে ভাসিয়ে দেবো আমার এই মন…
শোন রে তোরা শোন…
লিখছি এক দুখিনী নারীর কথা, ছিল তার প্রাণের মাঝে লক্ষ্য নিযুত ব্যথা….
মেঘের পালকে স্বপ্ন এঁকে সাজিয়েছিল পথ .. জন্মক্ষণেই বলল সবে, মেয়ে, সে পরের সম্পদ..
লেখাপড়া শিখিয়ে তারে যোগ্য পাত্রী করে,
বাপ হলো দায়মুক্ত কন্যাদানের পরে…
শ্বশুরবাড়ি চলল মেয়ে নিজের জগৎ ছেড়ে,
যত্নে জমানো স্বপ্ন বুকে আগলে ধরে ….
সেথায় এসেই বোঝে মেয়ে ভাবনা ছিল ভুল
সুখস্বপ্ন ভাঙল তার
হারিয়ে আপন কুল….
ননদ বলে মুখ বেঁকিয়ে কেমন তুমি বউ,
আমার ভাইয়ের নখের যোগ্য তুমি মোটেও নও..
শাশুড়ি বলে, অনেক কষ্টে বড়ো করেছি ছেলে,সোনার টুকরো আমার পরান, কু ‘পথে দিও না ঠেলে…
এসেছ এই ঘরে কারণ আমরা করেছি দয়া;
হাজার এমন পাত্রী ছিল ছেলে আমার পয়া…
তাই বলি, কথা মেনে চলতে তোমায় হবে,
এই সংসারে সবাই আপন, এই ভেবে রবে..
তর্ক যদি করো তুমি কেউ করবো না মাফ
বিদেয় দেবো সেইদিনই দেখিও না কোনো তাপ…
শ্বশুর, ভাসুর ননদগণ
এরাই তোমার আপনজন
বাপের বাড়ি ভুলতে হবে
মঙ্গল তোমার এতেই তবে..
অমুক বউয়ের মত তোমায় হতে হবে গুণী,
রেঁধে বেড়ে, সবার পরে খেতে বসবে তুমি…
ঘোমটা যেন না পড়ে কভু মাথার উপর থেকে
শাড়ির আঁচলে শরীর তোমার রাখবে সদা ঢেকে …
দিন রাত এক করে মেয়েটি খেটে যায়,
সবাই যেন তুষ্ট থাকে
এই ভাবনায়…
শত খুঁত ধরে তার খোঁটা দেয় সদা,
বাপের বাড়িতে শিখেনি কিছুই, একটা হাবা – গোবা..
আচার – বিচার নেই কো কিছু, চলনে কী ছিরি!কেমন বউ এলো যে ঘরে এক হতচ্চ্ছাড়ি…
চোখের জল শুকায় কেঁদে,অপমানের চাপে
সোনার রং ধূসর হয় শত শোক তাপে…
মুখ বুজে সয়ে যায় দুঃখ যাতনা যত,
যথাসাধ্য শ্রম দিয়ে ব্যস্ত অবিরত…
অবলা স্বামীর মাতৃভক্তি, সহোদর প্রীতি
স্ত্রীর প্রতি কর্তব্য ভুলে মায়ের আদেশই নীতি..
দিনদিন সইতে দুঃখ অনীহা এলো একদিন
কার জন্য আহুতি এ জীবন কতোই বা তার ঋণ?
রাতের আঁধার হাতছানি দেয় মরমে , বেরিয়ে আয় অবোধ মেয়ে বাঁচবি আপন ধরমে …
মুক্তি আমার আঁধার রাতে
অজানা পথের পথিক
আমায় দিশা দেখায় তারা, চলব এবার সঠিক।।