ভাঙা তরী স্রোতের টানে ছুটছে দয়াল,
নদীর বুকে কেমনে রাখি ধরে?
অভাগা পাখি বাঁধন ছাইরা যায়,
চাবুক লিখলো গরীব কথা ভোরে।
মায়ায় ভরা মুখখানি যে মায়ের,
মুক্তি চাই দয়াল, তবু পাইলাম না,
গর্ভের যন্ত্রণা লেখা সুখের ছাইয়ে,
এই অজানা জগৎ শান্তি দিলো না।
ভিক্ষে দেওয়া দেহ, করলে দান,
ভাবিয়া মরি মায়ায় ভরা স্মৃতি,
বিঁধেছে বক্ষে অসংখ্য বাণ,
বন্ধন ছাড়িয়া টানবো ইতি।
লক্ষ বছর পার হইলো দয়াল,
সীমাহীন সাগরের নীলের পানি,
ভাবনা বসত ঘরে ডানা ঝাপটায়,
লালনের রেখে যাওয়া বাণী।