শুভ্র তাজমহল চাইনা আমি
চাই একটা ছোট্ট কুঁড়ে
চাইনা ঝাড়বাতির রোশনাই
ভালবাসার কাহিনী প্রস্ফুটিত
হোক মাটির দেওয়াল ফুঁড়ে।
চাইনা সাদা পাথরে খচিত
করুণ ভালোবাসার গন্ধ
মৃত্যুর পরে অমরত্ব চাইনা
রক্তের দাগ থাকবেনা ঘরে
চাই বেঁচে থাকার আনন্দ।
ভালবাসা থাকুক জীবনে
মরণের পরে হবেনা উপলব্ধ
স্মৃতি সৌধ্যের প্রাচীর নিরেট
সবকিছু যাবে নিঃশব্দে থেমে
যেদিন জীবন হবে নিস্তব্ধ।
ভালবাসা শুধু মায়ার খেলা
মৃত্যুই জীবনের চরম সত্য
রাজকোষের কোটি টাকা ব্যায়ে
কারিগরদের আঙ্গুলের বিনিময়ে
খোদাই মুমতাজের অমরত্ব।।