সমাজের জলছবি দেখছো তোমরা আজ ?
কোথায় দাঁড়িয়েছে ?
সবকিছু কি ভেসে গেল ?
শিক্ষা, দীক্ষা, বিবেক,বুদ্ধি ?
‘মা’ ডাকের অসম্মানিত রূপ
ছুঁড়ে ফেল সব জ্ঞানবুদ্ধির সিন্দুক…
কি লাভ এই সমাজে এসবের ?
হাতে ধরো প্রতিবাদী কলমের বন্দুক ।
‘লজ্জা’ শব্দটাকে নিংড়ে নিল খাদক পুরুষ
তবুও চেষ্টা করো নষ্টের বীজ উপড়ে ফেলতে…
শেষ চেষ্টায় যদি মরণ কামড় দিতে পারো কেউ
দেখব আর কতদিন ?
কামদুনি, নির্ভয়ার অশ্রুসজল চোখের ধারাবাহিক স্রোতধারা
গড়িয়ে আজ বিষাক্ত সিন্ধুতে যেন দেহদান…
আবারো ?
মণিপুরের গায়ে লাগলো সেই জলন্ত অঙ্গার
সমাজের বুকে নগ্নদেহে পদচারণায় উত্তাল ঢেউ
লালসার জিহ্বায় যেন রিপুর সমুদ্র মন্থনে নীলকন্ঠ পান।
কোথায় তোমরা পুরুষ ?
শৌর্যে, বীর্যের শ্রেষ্ঠত্বে…
একবার চেয়ে দেখো সকলে তোমরা বাড়ির নারীর দিকে, দেখো লজ্জা শব্দের মৃত্যু ঘটছে বারবার…
আর নয় ,আর নয়, শিক্ষিত সমাজের বুকে যবনিকা টানতে হবে,
রবে শুধু পড়ে ‘লজ্জা’ শব্দের ইতিহাস।