যন্ত্রনা ক্লীষ্ট মুখগুলো বর্ননা করা
যায় না কলমের খোঁচায় ।
অতর্কিত অদৃশ্য আততায়ীর আক্রমন ,
সমগ্র বিশ্বকে করেছে তোলপাড় ।
প্রকৃতি আগাম জানান দিয়েছিল
তার আগমনী বার্তা ।
অসাধুতা , ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের
মূল্য চোকাতে হচ্ছে খেটে খাওয়া
নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়কে ।
পতিতপাবনী গঙ্গার বুকে
ভেসে চলেছে শবদেহের সারি ।
বিষাক্ত হয়ে উঠেছে জল
স্থল,অন্তরীক্ষ ।
প্রত্যহ মহামারীর কবলে পড়ছে
শতশত মানুষ ।
ছাড় পায় না পিঞ্জরে বন্দী
পশুগুলো ।
চাই না এই সভ্যতা , ফিরিয়ে দাও
সেই অরণ্য !
লড়াই করে সবাই ক্লান্ত
পৃথিবী আবার শান্ত হউক
ছন্দে ফিরুক মানুষ জন ।।