মিছিলে রক্ত,স্লোগান মুখে,পথের ধারে কান্নার শিশুর, মনুষ্যত্বের মাটিতে মন্দির,মসজিদ,রক্তে শরীর যিশুর।
অন্ধ আইন জন্মায় কেবল ভেঙে গেছে নেতাজির উক্তি,
23 এলো চল বেরিয়ে পড়ি,দেখাবো আমাদের ভক্তি।
আগুন জ্বলছে,রক্তের গঙ্গা,কতকিছু দেখলো মা,
পাঁজর ভেঙেছে সরকারের,নেতাজি ফিরে আসুন না।
কতকাল অপেক্ষায় প্রহর গুনছে ভারতের লোক,আকাশে দিকে চেয়ে বলে আবার নেতাজি সৃষ্টি হোক।
কত হাহাকার,কত যন্ত্রণা,কত লাশের উপর উঠেছে বাড়ি,দেশের বুকে গর্জন করলে পুলিশ করে কার্ফু জারি।
হে ভারত মা,নৃশংসতা মেখে,অসত্যের পথে হাঁটে তারা,
মাড়িয়ে যায় পতাকা,ভুলে গেছে তাদের, বলিদান দিয়েছে যারা।
বঙ্গ মায়ের গর্ভে ফিরে আসুন,দেখে যান কি হালে আপনার সোনার দেশ,
দিনরাতে ধর্ষিত হচ্ছে উমা, পকেটে গুজছে টাকা,করছে ভারত শেষ।
ফিরে আসুন নেতাজি,ফিরে আসুন, ধ্বংস করছে মিথ্যা সরকার।
আরও একবার আমাদের সেই আজাদ হিন্দ ফৌজ কে দরকার।