‘আমার’ বলে নাই যে কিছু
ধন-দৌলত সবই মিছে
পারবে না নিতে সঙ্গে করে
পড়ে থাকবে সবই পিছে…
ডাক এলে একাই যাবে
কর্ম যাবে সঙ্গে তোমার
সৎ কাজে দাও গো মন
হেলায় জীবন ক’রো না পার..
সংসার চক্রে হিংসা – দ্বেষে
জড়িয়ে পড়ে জীবন লোভে
মিথ্যে মোহে পা দিয়ে হায়,
বৃথা সবই বুঝবে কবে…?
জাত – ধর্ম নিয়ে যত
করছো ওগো কোলাহল
মরছে রোজ মানবতা
দেখাও আছে কতো বল!
কলকাঠি দিয়ে যারা
কৌশলেতে পুতুল বানায়
তাদের লালসা বুঝলে না হায়!
শত্রু করে তোমায় আমায়…
নীতি ছাড়া রাজ করে
রাজনীতি তাকেই বলে
রক্ত ঝরে দীন- দরিদ্রের
নরম গদিতে নন্দ দোলে…
ভেদাভেদ সব ছেড়ে এসো
বন্ধু হয়ে হাঁটি সাথে
ধর্ম থাকুক নিজ নিজ ঘরে
ভালোবাসি এই ধরাকে…
প্রতিশ্রুতি দাও গো বন্ধু
হাতের পরে হাত রেখে
তুমি – আমি ভাই -ভাই হয়ে
থাকবো মোরা দুঃখে সুখে….!!