নারী তুমি জ্বলছো
সেইদিনও জ্বলেছো তুমি চিতার আগুনে
আজও দাউ দাউ করে পুড়ছো দাবানলে।
আর কত জ্বলবে তুমি!
বলতে পারো, বলতে পারো আর কতবার?
আর কত সহ্য করবে তুমি পিটিয়ে হত্যা
নগ্নদেহে বিকৃত যৌন অত্যাচার।
আজ ঝরছে তোমার রক্ত
জ্বলন্ত আগুনে সারা গায়ে ক্ষত,
তীব্র যন্ত্রনায় ছুরির কোপে ছিন্নভিন্ন রক্তাক্ত দেহ।
নারী তুমি জ্বলছো যুগ যুগ ধরেই
জ্বালিয়াছে তোমার নারীসত্তা
দ্বাপর যুগে দ্রৌপদী, ক্রেতা যুগে সীতাও হয়েছে
জ্বালিয়ে, পুড়িয়ে খাক।
নারী তুমি জ্বলছো প্রতিদিন
প্রতিনিয়ত রাস্তায়, ট্রেনে, বাসে বিভিন্ন কর্মসূত্রে,
মনুষ্যরূপ পশুত্ববোধের পৌরুষের দাবানলে।
বিশ্ব ভান্ডারে খনিজ তেল নিঃসরন নিঃশেষ হলেও
থাকবে তুমি জ্বলন্ত দাহ্য বস্তু হিসাবে,
যুগ-যুগান্তর ধরে
এই সুসভ্য বিবর্তনের বর্বর সমাজে ।।