উন্নয়নের নেই তো কোনো দিশা,
উড়ছে শুধু উন্নয়নের ফানুস I
লুঠছে টাকা দশ ও দেশের নেতা,
পথে ঘাটে মরছে গরিব মানুষ II
দিনে দিনে বেড়ে চলেছে বেকার,
মাঠে মাঠে মরছে চাষীর দল I
কারখানা তে পড়ছে মোটা তালা,
শ্রমিকদের পড়ছে চোখের জল II
গরীবের নেই তো হাতে টাকা,
নেই তাদের কোনও অনুদান I
শিল্পপ্রতিদের ঋণ মুকুব করে,
রাখা হচ্ছে শিল্পপ্রতির মান II
মেধাবী রা ব্যস্ত অফিস ঘরে,
মেধাবী রা সুখ, শান্তির দলে I
এ সুযোগে অসামাজিক যারা,
রাজনীতিতে আসছে দলে দলে II
কেউ বলছে আমি সবার আগে,
কেউ বলছে আমি ই সবার সেরা I
কেউ বলেছ আমি আছি বেশি,
কেউ আবার দিনে দেখছে তারা II
আছে কিছু দেশে বুদ্ধিজীবী,
ওরা নাকি বুদ্ধি মান লোক I
সময় বুঝে লেজ নাড়ে শুধু,
প্রভুর জন্যে করে ভোক ভোক II
দেশ জুড়ে বেড়ে চলছে হিংসা,
ধর্ম নিয়ে হচ্ছে হানা হানি I
রাজা তবু বল ছে হেসে হেসে,
আমার দেশ সকল দেশের রানী II
হাজার হাজার মানুষ পথে ঘাটে,
নারী পুরুষ শিশু অনাহারে I
তবু রাজা বলে মনের কথা,
তবু রাজা স্বপ্ন ফেরি করে II
সত্য কি বিচিত্র এই দেশ,
মনে মনে হাসল সেলুকাস I
নিজেরা মারছে নিজেদের,
নিজের দেশের করছে সর্বনাস II