একটা ভালো বাসার বারান্দা ঘিরে সকাল
ইচ্ছে করেই রোদ্দুর মেঘ বৃষ্টি কুয়াশা ভিড় করে তাদের গল্প শোনায়
আমি খেয়াল রাখি ওদের আসা যাওয়ার ফাঁকে কখন আমায় ডাকবে ছোঁয়ার অজুহাতে
অপেক্ষার কাল সুষুম্নাকে ছুঁয়ে
ইচ্ছেগুলো কালবেলা হয়ে শিহরণ স্রোতে আজ।
পলাশ যেমন বসন্তকে ছোঁয়ায়,
সহজিয়া কড়চাগুলো সহজ টানেই রাখে,
তবু শিরদাঁড়া যেন বোধের শিকলে খাঁচা তৈরি করে পাঁজর মতন অবেলায় !
সময়ের টানেই গোল্লাছুট
কখনোও ইচ্ছেতে সাড়া পেয়ে যদি বেমোরে উপুড় হই আলটপকায়,
ধোঁয়াটে কোলেস্টেরলও শরীরী হয়ে ওঠে,
আর্তনাদের ধুকপুকুনি তাড়িয়ে বেড়ায় ক্ষত।
অকাল শ্রাবণ মেঘ ছুঁয়ে যেমন
বৃষ্টি ছুঁয়ে জানালা, কার্ণিশ
চিবুক ভিজিয়ে চলে নোনা স্রোত,
ভালো বাসা’র বারান্দাও প্রেমিক হয়ে ওঠে রোজ।।