মাঝে মাঝে অম্বলে ভুগি,
উল্টোপাল্টা বেশি খাওয়ার জন্য নয়..,
বুক চেপে উঠে আসে চুঁয়া ঢেকুরের দল!
অবিশ্রান্ত ধারায় ভিড় করে শূন্যতা,
প্রতিবন্ধকতা আটকায় আমার স্বাভাবিক সৃজন স্বত্তা।
এ অস্থিরতা,বুক জ্বালা কোনো অসুখ নয়,
থামবে না জানি কোনো অ্যান্টাসিডের গুনে।
ব্যস্ততার জালে স্বার্থপরতার শেকলে ছটফট করতে থাকা আমি,
বিলক্ষণ বুঝতে পারি নিজের জীবন্ত কবর।
কান পেতে শুনি সবুজ স্পর্শে ফেরার আকুতি,
যা স্বপ্ন দেখায় পুনরায় নতুন করে বাঁচার ।।