হাতছানি দেয় অন্ধকার অতীত
তবুও সতীত্ব দেখায় বারবার৷
মুখের তোড়ে সবকিছু মুছে দিতে চায়
সহানুভূতি কুড়োয়;
আসলে
অন্ধকারে ছুটে যায় অন্ধকারের জীব
নিশাচর রূপে প্রতিপন্ন
দিনের আলোতেও খোঁজে অন্ধকারের ঠিকানা ৷
সেঙাৎ করে নেয়৷
তারপর চালায় তান্ডবলীলা
রক্তমাখা মুখ দেখে ভয় পায় আলোর পথযাত্রী৷
তারা কিন্তু চলে
চলতেই থাকে জীবনের পথ ধরে৷
অন্ধকার মুছে দিতে পারেনা তাদের কোনোদিন৷
অন্ধকারই হারিয়ে যায়
একদিন আলোর দাপটে ৷।