তোমার রাত্রি জাগার গল্পে আমি নেই।
তবুও প্রতিদিন সবুজ আলোর সাথে তোমার উপস্থিতির উৎসব পালন করি।
তোমাকে বলার মতো কিছুই খুঁজে পাইনা,
অথচ আমাকে কী ভীষণ ছুঁয়ে থাকে তোমার নীরবতা !
একটা পথও তৈরি হয় না যে পথে কবিতারা প্রহরে প্রহরে দেখা করে যাবে।
জানি না,উপেক্ষার ভিড়ে নাকি অপেক্ষায় দৃঢ় হয় শূন্যতা।
হৃদয় কুঠুরি সীমানার কাঁটা তারে ঘেরা। তবুও দেখি রোজ রক্তরাঙা তরুলতা ফোটে, কাঁটার ফাঁকে ফাঁকে অনন্ত ভালোবাসা হয়ে ।।