গৌড়নাথ চক্রবর্তী,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ মে : যথাযথ মর্যাদার সাথে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মদিবস উদযাপন করলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ‘জাগরী সাংস্কৃতিক গোষ্ঠী’ । কাটোয়া শহরের সার্কাস ময়দানে অবস্থিত নজরুল মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সকাল ছটায় অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংগীত, আবৃত্তি এবং আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার সদস্য ও কাটোয়ার বিশিষ্ট জনেরা। এই আড়ম্বরহীন এবং ভাবগম্ভীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবকুমার ভট্টাচার্য, ডাঃ সত্যব্রত বুট, আব্দুর রব, গুরুপ্রসাদ যশ, জয়দেব দত্ত, দিনেন ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়, সুভাষ চট্টরাজ ও সনৎ কুমার ঘোষের মতন বিশিষ্ট মানুষেরা। সাম্প্রদায়িকতা ও জাতপাতের বিরুদ্ধে নজরুলের সাম্যবাদী মননের শাণিত কলম যে বারবার গর্জে উঠেছে– আজকের গান-কবিত-আলোচনা যেন তারই রেশ রেখে গেল।।