দু চোখ জুড়ে নেমে আসে তীব্র ঘুম
কতকাল ঘুমোনো হয় না
ভোরের আলো দীঘি ছুঁই ছুঁই
পাতারা থির থির করে কাঁপে বিবশ ভঙ্গিমায়
তবুও চোখ বুজে আসে
পৃথিবী আজ আর নতুন হয় না, দিন শুরু… পড়ে থাকা কাজ,
অস্থির হতে হতে স্থির হয়ে যায় গোটা অবয়ব
অতীত ভবিষ্যৎ বর্তমান মিলেমিশে সব একাকার
চোখ থেকে দু ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ে
চোখ বুজে আসে নির্লিপ্ততায়
চোখ বুজে আসে….