চাইনা এমন নির্বাচন, চাই না এমন ভোট।
যেখানে মানুষেরা নয় এক জোট।
শান্তি ভুলে মানুষ ভোটযুদ্ধে আত্মহারা
সভ্যতার প্রদীপ নিভে রাজপথে বয় রক্তনদীর ধারা।
ফ্ল্যাগ হোস্টিং দেয়াল পোস্টিং মাইকে প্রচারের ধুম
ক্ষমতা দখলের লড়াইয়ে উড়ে নেতা, মন্ত্রীর ঘুম।
অলিতে গলিতে হিংসা, বিভেদ রাজনীতির সন্ত্রাস
মায়ের কোল খালি করে জ্বলছে কত কাঁচা লাশ।
ভোটের আগে শত শত প্রতিশ্রুতির বন্যা
ভোট ফুরালে অসহায় মানুষদের বঞ্চনার কান্না।
মানুষের স্বাধীনতা হচ্ছে লুট প্রকাশ্য পথে ঘাটে
অজস্র বডিগার্ড নিয়ে মন্ত্রীরা সাবেকি লীলায় হাটে।
রক্তপাতের জোয়ারে এগোচ্ছে উন্নয়নের জাহাজ
বারুদের গন্ধে শ্বাসরোধ আম জনতার আওয়াজ।
নয় খুনোখুনি, নয় অশান্তি ভোট হোক শান্তিপূর্ণ
লক্ষ্য যখন মানবসেবা, বজায় থাকুক গণতন্ত্র।