নেংটির খুব ইচ্ছে ছিল
চাঁদে দেবে পাড়ি
বিক্রম আগে চলে গেল
চন্দ্রযানে চড়ি।
১৪ ই জুলাই রওনা দিল
চাঁদের অভিমুখে
২৩ শে আগষ্ট রাখলো পা
চাঁদমামার বুকে।
সারা দেশ টিভির কাছে
উত্তেজনায় টানটান
লুনার মত হবে নাতো
বিক্রমের চন্দ্রযান!
নিরাপদে পৌঁছে গেল
চরকা বুড়ির দেশে
সারাদেশ গেলো ভেসে
আনন্দ উচ্ছ্বাসে ।
দক্ষিণ মেরু অভিযানে
বিশ্ব সেরা বিক্রম
পরাস্ত তাকে করবে কে
কার এতো দম ?
রাশিয়ার লুনা ভাবে
আগে যাবো দৌড়ে
মাঝপথে থেমে গেল
পড়ল মুখ থুবড়ে।
ছবি তোলা করল শুরু
রোভার প্রজ্ঞান
চাঁদ এবার হাতের মুঠোয়
বিজ্ঞানের দান।
জগৎ সভায় নাম লেখালো
ভারত সবার আগে
মাথার চুল ছিঁড়ছে রুশ
ফুঁসছে এখন রাগে।
এখন শুধু একটা প্রশ্ন
মনের মধ্যে জাগে
কোন পার্টি ঝাণ্ডা পুততে
যাবে সবার আগে।