চাঁদের মুখেই স্পষ্ট তোমার অবয়বের ফ্রেম
কাটা ছেঁড়া করে আত্মার পোস্ট মোর্টেম।
সামনে আগুন পিছনেও জ্বলছে প্রতিবাদী মুখ,
গামছা জড়ানো স্বপ্নের তরী ধর্ষণে’ ই সুখ।
ধর্মের নাম অমানবতা? তবু ধরে থাকে কেহ
এলোমেলো
প্রাণ আছে, বেঁচে আছে চোখে নগ্ন মৃতদেহ ?
মানুষ শরীরে চেতনার উদয় ঘটাতে আর কত দাম দিতে হবে?
কাল ছিল মণিপুর, আজ যাদবপুর, পরশুও নয় দূরে …তবে?
স্বাধীন ভারত এখনও অধীনতার জঠরে।
ভাতের গন্ধ শুঁকতে শুঁকতে আজ ম্যানহোলের কাছে,
অসমাপ্ত কবিতা শুধু কলমেই বিপ্লব…
রোদের পাণ্ডুলিপি কি বৃষ্টির জলে ভিজে গেছে সব?