বর্ষা মানে নীল আকাশে
মেঘের আলপনা,
হোক না কালো তবুও ভালো
সে তো প্রাণের বন্দনা।
বর্ষা মানে ধরণীর বুকে
স্নিগ্ধ বারিধারা,
প্রকৃতির নব কলেবর
উৎসবে আত্মহারা।
বর্ষা মানে আকাশে বাতাসে
ভেজা মাটির গন্ধ,
গাছের পাতায় নুপুর ধ্বনি
অতি অপরূপ ছন্দ।
বর্ষা মানে সাগরে নদীতে
মাঝির মেঘ মল্লার,
নব যৌবন প্রতি লহরে
যেন উৎসব সম্ভার।